সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ক‍্যান্সার আক্রান্ত একজন দরিদ্র রিকশাচালকের পাশে দাড়ালেন হিউম‍্যানেটি স্টুডেন্ট অর্গানাইজেশন।


 

নিউজ:-৭১

চাঁদপুর জেলার শাহরাস্তি টামটা ইউনিয়নের একজন দরিদ্র রিকশা চালক ক‍্যান্সার রোগে আক্রান্ত। ওনার আর্থিক অবস্থা দুর্বল হওয়াতে তিনি চিকিৎসার খরচ চালাতে পারছিলেন না। তিনি মানুষের কাছে আর্থিক সাহায‍্যের আবেদন জানায়। এমতাবস্থায় একই উপজেলার কিছু ছাত্রদের উদ‍্যোগে মানবিক সেবায় এগিয়ে আসার জন‍্য নতুন একটি সংগঠন প্রতিষ্ঠান হয়েছে। যার নাম Humanity Student Organization. গতকাল বর্তমান সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেইসবুকে এই সংগঠনের সাধারণ সম্পাদক একটি পোষ্টে জানায়:- আলহামদুলিল্লাহ্।

একজন ক‍্যান্সার আক্রান্ত রিকশাচালক ভাইকে আর্থিক সাহায‍্যের মধ‍্যে দিয়েই শুরু করলাম আমাদের Humanity Student Organization এর যাত্রা। সবাই দোয়া করবেন আমরা যাতে সর্বদা মানব সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি। 


শাহরাস্তি টামটা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একজন রিকশাচালক ভাই ক‍্যান্সার রোগে আক্রান্ত। ওনার চিকিৎসার জন‍্য প্রচুর টাকার প্রয়োজন। তাই আমাদের Humanity Student Organization এর উদ‍্যোগে গতকাল (২১.৯.২০২০) মেহার কালিবাড়ি-ঠাকুর বাজার এবং আজ ২২.৯.২০২০ দোয়াভাঙ্গা-কালিয়াপাড়া সড়ক রোডের দুইপাশের দোকানদার ভাইদের কাছে আর্থিক সাহায‍্যের আবেদন জানাই। আপনারা যারা সাহায‍্যের হাত বাড়িয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারই সাথে তিনি তার সহপাঠীদের ধন‍্যবাদ জানিয়েছেন এত বৃষ্টির মধ‍্যে দিয়েও সবার কাছে সাহায‍্যের আবেদন জানানোর জন‍্য। তিনি আরো জানিয়েছেন, মানব সেবাই আমাদের সংগঠনের মূল কাজ। কেউ আমাদের মাধ‍্যমে সাহায্যে করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

বিকাশ এবং যোগাযোগ মাধ‍্যম:-

01710741926 (মামুন)

01754767562 রাফি)

Post a Comment

0 Comments